নয় বার সাফ চ্যাম্পিয়ন হলো ভারত

গতকাল বেঙ্গালুরুর মাঠে রুদ্ধশ্বাস ম্যাচে কুয়েত কে ট্রাইবেকারে ৫-৪ গোলে হারিয়ে নবম বারের জন্য সাফচ্যাম্পিয়ন হলো ভারত । কুয়েত অধিনায়ক য়ের পেনাল্টি বাঁচিয়ে দিয়ে নায়ক হয়ে উঠলেন গুরপ্রীত ।এই বারের সাফ কাপে লেবানন ও কুয়েত অংশ নিয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে আত্মপ্রকাশ করেছিল । নির্ধারিত সময় খেলার ফলাফল ছিল ১-১।