৩৯ বছর পর অনূর্ধ্ব ২১ যুব ফুটবলে চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড

শনিবার রাতে স্পেন কে ১-০ গোলে হারিয়ে ৩৯ বছর পর ইংল্যান্ড ইউরোপের যুব ফুটবলে চ্যাম্পিয়ন হলো । হ্যারি কেন রা যা পারেনি তাই করে দেখালো অনুর্ধ ২১ ইংল্যান্ডের যুব দল ।ম্যাচের শেষ মুহূর্তে আবেল রুইসের পেনাল্টি বাঁচিয়ে ইংল্যান্ডের নায়ক জেমস ট্রাফোর্ড ।প্রথম অর্ধের সংযুক্ত সময়ে গোল করে ইংল্যান্ড কে এগিয়ে দেন কার্টিস জোন্স ।