ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্টে ওপেনিং করতে পারেন যশস্বী

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট খেলা দিয়ে ভারত নিজেদের শুরু করবে ।অধিনায়ক রোহিত শর্মার সাথে ওপেন করতে চলেছেন রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সোয়াল ।তিন নম্বরে আসছেন শুভমন গিল ।রোহিত জানান শুভমন রাহুলের সাথে কথা বলে তিন নম্বরটি পছন্দ করেছেন ।তার ফলে ওপেনিং জুটিতে দান হাতি এবং বা হাতি কম্বিনেশন আবার চালু হলো ।রবীন্দ্র জাদেজা ও অশ্বিন তিন পেসারের সাথে বোলিং বিভাগের দায়িত্বে আছেন ।