গতকাল মহামেডান নিজেদের ঘরের মাঠে প্রিমিয়ার ডিভিশন লিগে ৭-০ গোল য়ে হারালো সিএফসি কে ।তাদের হয়ে হ্যাট্রিক করেন বেনস্টোন ব্যারেটো আর ডেভিড । অপরদিকে টালিগঞ্জ অগ্রগামী কে ব্যারাকপুরের বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে মোহনবাগান হারালো ৫-১ গোলে ,বাগানের হয়ে দুর্দান্ত খেলেন আর গোল করেন হামতে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...