গতকাল ত্রিনিদাদে ভারত -ওয়েস্টইন্ডিজের মুখোমুখি হয়ে টেস্ট ম্যাচে শেষ পাওয়া খবর অনুযায়ী করেছেন ৪
উইকেটে ২৫৭ রান ।যশস্বী করেছেন ৫৭ রান ,রোহিত ৮০ রান ,বিরাট অপরাজিত ৬৫ রানে তাকে সঙ্গ দিচ্ছে রবীন্দ্র জাদেজা ।ভারতের রান৪ উইকেটে ২৫৭। শার্দুল ঠাকুরের জায়গায় খেলছেন বাংলার রঞ্জি খেলোয়াড় বাংলার মুকেশ কুমারের ।