জার্মান সংস্থা বিএম ডাবলু ভারতে তৈরি করতে চলেছে বৈদ্যুতিক গাড়ি

জার্মানির বিলাশ বহুল গাড়ি তৈরির সংস্থা বিএম ডাবলুর ভারতীয় শাখার প্রধান বিক্রম পাওয়ার জানিয়েছেন এই দেশে যে গাড়ি বিক্রি তারা করেছেন বছরের প্রথম অংশে তার ৯% বৈদ্যুতিক গাড়ি ।২০২৫ শালের মধ্যে এই বিক্রি বেড়ে দাঁড়াতে পারে ২৫%, সেই কারণে ভারতে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছেন তারা ।