ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ড অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট জমে উঠেছে । ইংল্যান্ড প্রথম ইনিংস য়ে করে ৫৪.৪ ওভারে ২৮৩। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস য়ে করে ২৯৫ রান ,তাদের হয়ে সর্বোচ্চ রান করেন স্মিথ ৭১ আর যোগ্য সঙ্গত করেন খোয়াজা ৪৭ ক্যামিংস ৩৬ ও মার্ফি ৩৪। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট নেন ওকস ব্রড ২ টি এবং উড ২ টি ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...