মাথা নিচু করে বিচারালয়ে সাসপেন্ডেড বিডিও

গতকাল আদালতে বিচারপতি অপূর্ব সিংহ রায়ের এজলাশে সুবিচার চাইতে এসেছিলেন উলুবেড়িয়ার সাসপেন্ড হয়ে যাওয়া বিডিও নীলাদ্রি শেখর দে ।তাকে দেখে জ্বলে ওঠেন বিচারপতি অপূর্ব সিংহ রায় ,প্রশ্ন করেন কেন এসেছেন আদালতে,উত্তরে সাসপেন্ডেড বিডিও বলেন “সুবিচার চাইতে “।উত্তরে বিচারক বলেন “আপনি কি অন্যদের প্রতি সুবিচার করেছেন যে চাইতে আসছেন “?আপনি চিটিংবাজ ,আপনার বিরুদ্ধে চিটিংবাজির অভিযোগ রয়েছে ?