সুনীল ছেত্রীর নেতৃত্বে ভারতের এশিয়ান গেমসের দল ঘোষণা

এশিয়ান গেমসের ক্রমতালিকা তে ১৮ নম্বরে থাকা ভারতীয় দলের নাম ঘোষণা হয় ।ভারত থাকবে এ গ্রপে ,সঙ্গে থাকবে চীন বাংলাদেশ ও মায়ানমার । তিনজন গোল রক্ষক ,সাতজন ডিফেন্ডার ,ছয়জন মিডফিল্ডার ও ছয়জন ফরওয়ার্ড কে নিয়ে ২২ জনের নাম ঘোষণা হয়েছে ।অধিনায়ক সুনীল ছেত্রী ।