ইডির আতশ কাঁচের তলাতে রাজ্যের পুলিশ কর্তারা

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গিয়েছে কয়লা পাচারের সুরক্ষা পেতে (প্রটেকশন মানি ) ২০১৭-২০২০
শালের মধ্যে ,শুধু তিন জেলার পুলিশ কর্তাদের দেওয়া হয়েছিল ৪৩ কোটি টাকার ও বেশি । আদালতে তদন্তে জমা দেওয়া নথি থেকে স্পষ্ঠহচ্ছে যে ,পুলিশ কর্তাদের কাছে এই বিপুল পরিমান টাকা পৌঁছে দিতেন পাচারের কারিগর অনুপ মাঝি (লালা )।