প্রথম দিনে সিমম্বা কতটাকার ব্যবসা করলো

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :   গতকাল সারা  ভারত জুড়ে রোহিত শেট্টি  পরিচালিত ও রণবীর সিংহ এবং সারা আলী খান অভিনীত সিম্বা  ছবি  টি  পেয়েছে ।বিয়ের  পরে রণবীর সিংহের এই ছবিটি  প্রথম মুক্তি পেলো , আর কেদার নাথ দিয়ে  বলিউডে  পা রাখলেও এটি হলো সারা আলী খানের দ্বিতীয় ছবি । বছরের শেষ সপ্তাহে  মুক্তি পাওয়া  ছবি সিম্বা শুরুটা জবরদস্ত  হয়েছে , ফিল্ম সমালোচক রমেশ বালার  তথ্য অনুযায়ী এই ছবি প্রথম দিনেই ২২ কোটি টাকার ব্যবসা করেছে যা নিঃসন্দেহে একটি রেকর্ড ।