পুলিশের যাবতীয় এফআইআর থেকে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ বোঝায় থাকবে কিনা তা খতিয়ে দেখতে
কলকাতা হাইকোর্টের বিচারপতি কে নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট । শুভেন্দুর বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে বিতর্কিত মন্তব্যের অভিযোগ খতিয়েদেখতে এফ়আই আর করা যাবে ,সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়েছে এই মামলা নতুন করে শুনে প্রধান বিচারপতিকেই সিদ্ধান্ত দিতে বলেছে সুপ্রিম কোর্ট ।