শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি মামলার সূত্রে গতকাল আলিপুর আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় বাঁকা পথে চাকরি পাওয়া মুর্শিদাবাদের চার শিক্ষক ” সামির ও সাইগার হুসেন ” সৌগত মন্ডল ও জহিরুদ্দিন শেইখ কে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন ।আইনজীবী দের একাংশের দাবি বাঁকা পথে চাকরি পাওয়া বহু শিক্ষক এখনো এই চাকরি করছেন ,বিচারকের এই পদক্ষেপের পরে তারা সতর্কিত হবেন ,তবে আরেকপক্ষের মত ঘুষ দেওয়ার অপরাধে জেল যাওয়ার ভয় থাকছে বহু অযোগ্য শিক্ষক দের ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...