কুলদ্বীপের বোলিং সৌজন্যে ভারত ফিরলো টি ২০ ম্যাচে ওয়েস্টইন্ডিজ কে হারিয়ে

টি ২০ সিরিজের তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ওভারে ৫ উইকেটে তোলে ১৫৯ রান ।তাদের হয়ে সর্বোচ্চ রান তোলেন পাভেল ৪০।কুলদ্বীপ ভারতের হয়ে ২৮ রানে তিনটি উইকেট নেন ,জবাবে ভারত ১৭.৫ ওভারে তিন উইকেট হারিয়ে তোলে ১৬৪ রান ।ভারতের হয়ে সর্বোচ্চ রান কারীরা হলো সূর্যকুমার যাদব ৮৩,তিলক ভার্মা ৪৯ এবং হার্দিক ২০ নট আউট ,সিরিজ এখন ২-১।