ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত ম্যাচের ফয়সালা আজকে

আজ ফ্লোরিডার মাঠে ভারতীয় সময় রাত ৮ টা নাগাদ ,ভারত বনাম ওয়েস্টইন্ডিজের পঞ্চম সিরিজ নির্ণায়ক ম্যাচটি অনুষ্ঠিত হবে । এই খেলাতে টসে জেতা টি একটি বিশেষ মানে রাখছে ।তবে গত ম্যাচে ওয়েস্টইন্ডিজ কে পর্যদুস্ত করে তীব্র দাপটের সঙ্গে ব্যাটিং করে ভারতের মনবল এখন তুঙ্গে ,তবে যতদূর জানা যাচ্ছে দল গঠনে খু একটা হের্ ফের না হওয়ার ই সম্ভাবনা ।