মালদহের প্রাক্তন তৃণমূল প্রধান কে ধরা হলো অর্থ নয় ছয়ের জন্য

বিভিন্ন সরকারি প্রকল্পে প্রায় ২ কোটি টাকা তছরুপের অভিযোগে মালদহে বৈরীগাছি দুই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রাক্তন প্রধান সহ তিন জন কে গতকাল ,কলকাতার নগর দায়রা আদালত ২৫ অগাস্ট অব্দি পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।সুবোধ সরকার ছিলেন ২০১৮-২৩ অব্দি ওই পঞ্চায়েতের প্রধান ।বাকি দুই জনের নাম সৌমেন রায় ও অপূর্ব বড়াই ।