আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি পাখির চোখ করেছে উত্তর প্রদেশের ৮০ টি আসন কেই । তারা ভরসা করছে তিনটি অস্ত্রের উপরে সেই গুলি হচ্ছে ১) নরেন্দ্র মোদির ক্যারিশমা ২)যোগী আদিত্যনাথের জাদু ৩) সরকারের জনকল্যাণ মূলক পরিষেবার উপর ।বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ২০২৪ নির্বাচনে ৮০ টি আসন জেতার জন্য মোদী ও যোগীর যুগ্ন ক্যারিশ্মার উপর নির্ভর করছে । বিজেপি প্রধান কৌশল হলো নির্বাচনের জন্য তারা বুথ চিত্তিক কর্মীদেড় এককাট্টা করা ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...