আজ ভারতের এশিয়া কাপের দল নির্বাচনে মুখ্য ব্যক্তি হলেন নীতিশ প্যাটেল

আজ নয়া দিল্লিতে ভারতের এশিয়া কাপ দল গঠনের নির্বাচনী বৈঠক বসছে ।এই এশিয়া কাপ দল গঠনের মাধ্যমেই বিশ্বকাপের দল গঠনের ইঙ্গিত পাওয়া যাবে ,কারণ আর এক মাস ১৫ দিন পরেই শুরু হবে বিশ্বকাপ ।আজকে প্রশ্ন উঠবে শ্রেয়াস আইয়্যার ,কে এল রাহুল ও বুমরার পারফরম্যান্স নিয়ে ।আজকে নির্বাচনী বৈঠকে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো নীতিশ প্যাটেল তিনি ভারতের এনসিএ ফিজিও ।