গতকাল সময়ের পরে অনুশীলন শুরু করে ইস্টবেঙ্গল ,জানা যাচ্ছে কোচ কুয়াদ্রাত ড্রেসিং রুমে ব্যস্ত ছিলেন
ফুটবলার দের নিয়ে ,আজকের ম্যাচের চুলচেরা বিশ্লেষণ নিয়ে ।স্পেনীয় কোচ বলেন গোকুলাম দারুন দল ওদের রণকৌশল হলো বিপক্ষ কে এক ইঞ্চি জায়গায় ছেড়ে দেবে না ,রয়েছে একাধিক ভালো ফুটবলার ।তিনি বলেন স্যাঞ্চেজ এবং নিলি ভালো ফুটবলার ।