২০১৯ সালের ২১ সে অগাস্ট যে গোকুলামের বিরুদ্ধে এই যুবভারতীতে পেনাল্টি তে হেরে বিদায় নিতে হয়েছিল
তার মধুর প্রতিশোধ নিলেন কোচ কার্লোস কুয়াদ্রাতের টিম ইস্টবেঙ্গল ।আগামী মঙ্গলবার ডুরান্ড সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড ।খেলার ৪২ মিনিটে মহেশ সিংহের ছোট কর্নার থেকে সেন্টার করেন বর্জা হেরেরা ,হেড করে সিভেরিও দেন জর্ডান এলসে কে এবং তিনি দ্বিতীয় পোস্টে বল জড়িয়ে দেন ।৫৬ মিনিটে গোকুলামের বৌবা গোল শোধ করে,এবং ৭৮ মিনিটে নিশুর শট বৌবার গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলে প্রবেশ করে,ফলাফল ২-১।