সরকারি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে ২০২৩ শালের এপ্রিল -জুনের দেশে প্রত্যক্ষ বিদেশী লগ্নির (এফডিআই ) ৩৪% কমে হলো ১.০৯৪ কোটি ডলার । সরকারি তথ্য অনুযায়ী আগের বছরে একই সময়ে তা ছিল ১৬৫৯ কোটি ডলার ।লগ্নি কমেছে আমেরিকা ,সংযুক্ত আরব আমির শাহী ,মরিশাস ও সিঙ্গাপুর থেকে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...