ডুরান্ডের সেমিফাইনালে উঠে মোহনবাগানের শাপমোচন

১৩২ তম ডুরান্ড কাপে মোহনবাগান মুম্বাই এফসি কে হারিয়ে মুম্বাইয়ের বিরুদ্ধে জিততে না পাড়ার বদনাম গোছালেন । জুয়ানের মগজাস্ত্রে হেরে গেলো মুম্বাইয়ের প্ল্যানিং ,মুম্বাইয়ের ছাংতে ও বিপিন সিংহের দৌড় বন্ধ করতে তিনি রক্ষণে হেক্টর ,আনোয়ার আলী ও শুভাশিস বোস কে রেখে ৩,৫,২ ছকে দল গড়েন ।মনভির সিংহ এবং আশিক কুরিয়ান কে দায়িত্ব দিয়েছিলেন ছাংতে কে আটকানোর তাতে তারা সফল । কামিংসের পেনাল্টি থেকে প্রথম জয়সূচক গোল করেন মোহনবাগান ।