১৩২ তম ডুরান্ড কাপে মোহনবাগান মুম্বাই এফসি কে হারিয়ে মুম্বাইয়ের বিরুদ্ধে জিততে না পাড়ার বদনাম গোছালেন । জুয়ানের মগজাস্ত্রে হেরে গেলো মুম্বাইয়ের প্ল্যানিং ,মুম্বাইয়ের ছাংতে ও বিপিন সিংহের দৌড় বন্ধ করতে তিনি রক্ষণে হেক্টর ,আনোয়ার আলী ও শুভাশিস বোস কে রেখে ৩,৫,২ ছকে দল গড়েন ।মনভির সিংহ এবং আশিক কুরিয়ান কে দায়িত্ব দিয়েছিলেন ছাংতে কে আটকানোর তাতে তারা সফল । কামিংসের পেনাল্টি থেকে প্রথম জয়সূচক গোল করেন মোহনবাগান ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...