আজ যুবভারতীতে ডুরান্ড ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ।সারা কলকাতা আজকে স্তব্ধ হয়ে যাবে দুই ঘন্টার জন্য এই খেলা কে কেন্দ্র করে ।কুয়াদ্রাত বলেন ফাইনাল হলো ফাইনাল জেতা ছাড়া আমি কিছুই ভাবছি না । ডার্বি বলে আলাদা কোনো চাপ নেই আমাদের লক্ষ্য ট্রফি টি জেতা ।তবে আমি চাই বিদেশী রেফারি যাতে নিযুক্ত করা হয় নিরপেক্ষতা বোঝায় রাখার জন্য ।ডুরান্ড ফাইনালের মুখে মোহনবাগান কোচ বেশি জোরে দিয়েছেন গতকাল অনুশীলনের উপর ।গত ১৯ বছরআগে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান ও ইস্টবেঙ্গল সেইখানে ইস্টবেঙ্গল জিতেছিল ২-১ গোলে ।মোহনবাগানের তিন বিদেশীখেলোয়াড় একই শুরে বলেন আমাদের জিততেই হবে আমরাই চ্যাম্পিয়ন হবো ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...