ভালো খেলেও হার ইস্টবেঙ্গলের

গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রথম অর্ধের খেলা গোল শুন্য ভাবে ড্র থাকে ।খেলার ৬১ মিনিটে তোরো কে মেরে মাঠের বাইরে লাল কার্ড দেখে চলে যান অনিরুদ্ধ থাপা । তার পরে ১০ জনে থাকা মোহনবাগানের দিমিত্রি ৭১ মিনিটে গোল করেন ,গোল শোধের জন্য চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল সুযোগ ও পেয়েছিল কিন্তু সদ ব্যবহার করতে পারেনি ।মাঝমাঠে সৌভিক চক্রবর্তীর না থাকা তা ফ্যাক্টর হয়ে দাঁড়ালো ।