ভারতে গৃহ ও বাণিজ্যিক ঋণের চাহিদা বেড়েছে বললো আরবিআই

গত জুলাইয়ের হিসাব থেকে দেখা যাচ্ছে দেশে আবাসন (বাস্থান ও বাণিজ্যিক ) উভয়ের ক্ষেত্রেই চাহিদা ৩৮% বেড়েছে বলে জানান রিসার্ভ ব্যাঙ্ক।তার হাত ধরেই বকেয়া ঋণের পরিমান বেড়েছে বেশ ভালো অঙ্কে ।সূত্রের খবর এর থেকেই বোঝা যাচ্ছে, যে আবাসনে নতুন প্রকল্প তৈরি ও ফ্ল্যাট -বাড়ি বিক্রির হার মাথা চারা দিয়েছে ।আগামী দিনেও যা বোঝায় থাকবে বলে ধারনা বিশেষজ্ঞ দের ।