চাঁদে রাত ঘনিয়ে আসা তে চন্দ্রযান ৩ য়ের রোভার প্রজ্ঞান কে স্লিপ মোডে পাঠিয়ে দিয়েছে ইসরোর বৈজ্ঞানিক রা ।আশ্চর্যয়ের বিষয় স্লিপ মোডে চলে যাওয়ার পরেও প্রজ্ঞান ত্রিমাত্রিক ছবি পাঠিয়েছে এবং তা প্রকাশ করলো ইসরো ।ন্যাভিগেশন ক্যামেরা ব্যবহার করে বাম ও দান দিক দিয়ে দুটি ছবি তুলেছিল প্রজ্ঞান ,সেই দুটি কে মিশিয়ে তৈরি হয়েছে নতুন ছবি যেখানে| চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম দাঁড়িয়ে আছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...