আগামীকাল দেশে ও বিদেশে শাহরুখ খান প্রযোজিত ও অভিনীত জওয়ান ছবিটি মুক্তি পেতে চলেছে ,দেশের হিসাব নির্দিষ্ট করে পাওয়া না গেলেও সোনা যাচ্ছে বিদেশে এইবার পাঠানের চেয়েও আরো ১২০০ টি বেশি স্ক্রিনে মুক্তি পাবে শাহরুখের জওয়ান ।নিউটাউনের একটি মাল্টিপ্লেক্সের প্রথম শো সকাল ৫ টা তে জানা যাচ্ছে মুক্তির দ্বিতীয় দিন থেকে বেশ কিছু প্রেক্ষাগৃহে প্রথম শো শুরু হবে রাত ২:১৫ মিনিটে ,যা প্রথম পশ্চিমবঙ্গে । ১,২৫,০০০ হাজারের বেশি টিকিট ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...