গতকাল আসামের নলবাড়ি জেলা তে ৭৭৮ কোটি টাকা লগ্নি করে ফাস্টফুড তৈরির কারখানা খুলবে পেপসিকো ।জানা যাচ্ছে ২০২৫ সাল থেকে কাজ শুরু হবে কাজ পাবেন প্রায় ৫০০ জন লোক ।সম্প্রতি কারখানার ভূমি পূজা তে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী ,পেপসিকোর আফ্রিকা পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সিএই ও এই ছাড়াও উপস্থিত ছিলেন পেপসিকো ইন্ডিয়ার প্রেসিডেন্ট আহমেদ এল শেইখ ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...