টাকার পতন ঠেকাতে চিন্তিত বাণিজ্যিক মহল

সোমবার ভারতীয় টাকার বিনিময়ে ১ ডলারের দাম বাড়লো ১৬ পঁয়সা ।এই প্রথম বিনিময় মূল্য পৌঁছে গেলো
৮৩.৩২ টাকা তে ।বিশেষজ্ঞ মহল বলছে ভারতীয় মুদ্রা এর আগে এতটা নিচে নামেনি । শেয়ার বাজার ও এক টানার ১১ দিন ওঠার পরে কিছুটা পড়েছে।বিশেষজ্ঞ দের দাবি ,বিশ্ব বাজারে অশোধিত তেলের -ব্রেন্ট ত্রুদের দাম প্রতি ব্যারেলে ফের ছুটেছে ৯৬ ডলারের দিকে ,তারা মনে করছে অবিলম্বে টাকার পতন ঠেকাতে সরকার ও রিসার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপ জরুরি ।