শেষ ষোলোর আশা এশিয়ান গেমসে বাঁচিয়ে রাখলো ভারত

গতকাল চীনের মাঠিতে এশিয়ান গেমসের শেষ ১৬ তে বেঁচে থাকার আশা ভারত কে জিইয়ে রাখলো অধিনায়ক সুনীল ছেত্রীর করা পেনাল্টি থেকে গোল খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে । গতকাল ও ম্যাচের আগে পুরো অনুশীলন করাতে পারেনি কোচ । তবে চীন লেন সানা গুরকিরাত সিংহ ও নরেন্দ্র গেহলট চীনের হ্যানঝৌ তে পৌঁছে যাওয়া তে কিছুটা উদ্বেগ কমেছে ভারতের ।