ইস্ট-ওয়েস্ট মেট্রো যাত্রীদের পরিষেবা দেবে পুজোতে

ইস্ট-ওয়েস্ট মেট্রোর তরফে জানানো হয়েছে যে পুজোর দিন গুলোতে দুপুর থেকে টানা ১২ ঘন্টার পরিষেবা দেবে জনগণ কে । পুজোর তিনদিন সকাল ১১ টা ৫৫ মিনিটে শিয়ালদাহ থেকে প্রথম সেক্টর ফাইভ গামী ট্রেন ছাড়বে । আর সেক্টর ফাইভ থেকে শিয়ালদাহ গামী প্রথম ট্রেন ছাড়বে বেলা ১২ টা তে ২০ মিনিট অন্তর ।সেক্টর ৫ গামী শেষ মেট্রো শিয়ালদা থেকে ১১ টা ৩৫ মিনিটে,আর সেক্টর ৫ থেকে শিয়ালদাহ গামী ট্রেন ছাড়বে রাত ১১:৪০ মিনিটে ।