ভারত কি আজকে বিশ্বকাপে প্রথম ম্যাচ জিততে পারবে

আজকে চিপকে বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার । ! ১৯৮৭ সালে ওই একই দিনে ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি হয়ে বিপর্যস্থ হয়েছিল ।রেকর্ড বলছে অস্ট্রেলিয়ার বিরুদ্দে আগে ব্যাট করে ভারতের জয়ের হার ৪১.৭% আর পরে,ব্যাট করে ৩৯.২%।এই বার ভারতের গিলের জায়গায় খেলছে শ্রেয়াস আইয়্যার আর অস্ট্রেলিয়ার জাম্পার জায়গায় অন্য কেউ খেলতে পারে ।