গতকাল ধন ধান্য অডিটোরিয়ামে পুলিশ -দমকল ,সিইএসসি ও দূষণ নিয়ন্ত্রণ পরিষদের কর্তা ব্যক্তিদের নিয়ে
এক সম্মনয় বৈঠকে উপস্থিত ছিল প্রায় ১৫০০ পুজো উদ্যোক্তারা । সেই খানে প্রত্যেকে তাদের অসুবিধার কথা জানান ।পাশাপাশি কলকাতা পুলিশের তরফে বলা হয় নামি ১২ টি পূজা মণ্ডপের সামনে বসানো হবে জায়ান্ট স্ক্রিন ,তাতে কোন মণ্ডপে প্রতিমা দেখতে কত সময় লাগবে,সেটি বলা থাকবে ,বিসর্জনের সময় জোয়ার ভাটার সময় দেখানো হবে স্ক্রিন য়ে ।