গতকাল হায়দ্রাবাদে ইংল্যান্ডের পরে নেদারল্যান্ডস কেও হারালো নিউজিল্যান্ড ৯৯ রানে ।প্রথমে ব্যাট করে
নিউজিল্যান্ড তোলেন ৩২২ রান ৭ উইকেটে । তাদের হয়ে সর্বাধিক রান করেন ইয়ং ৭০ রাচীন ৫১,লাথাম ৫৩ এবং মিচেল ৪৮।জবাবে নেদারল্যান্ডস ৪৬.৩ ওভারে ২২৩ রানে সকলে আউট হয়ে যান ।নিউজিল্যান্ডের হয়ে সান্টনার ৫৯ রানে ৫ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ
হন ।