ইউজিসির নিয়ম অনুযায়ী হোস্টেল বন্টন শুরু হলো

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সূত্রের খবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষেরপড়ুয়াদের হোস্টেল বন্টনের কাজ শুরু হয়েছে । ৪০ জন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্র দের রাখা হচ্ছে নিউ ব্লক হোস্টেলে । আর জেইউ বিল্ডিং য়ে রাখা হবে আরো ৪০ জন ছাত্র কে ।তার সাথেসাথে স্নাতক উত্তর ছাত্রদের রাখার যে সিদ্ধান্ত হয়েছেতাও বাস্তবায়িত হবে ।এত দিন অব্দি যাদবপুরে ইউ জিসির ছাত্রদের আলাদা করে রাখা হতোনা ।