ইসরায়েল -হামাস যুদ্ধে বিশ্বের অর্থনীতির ভীত নড়িয়ে দিয়েছে

ইসরায়েল হামাস যুদ্ধে গতকাল গাঁজার আল -আহলি আরবি ব্যাপ্টিস্ট হাসপাতালে ইসরায়েলি যুদ্ধবিমানের
হানায় গতকাল নিহত হয়েছেন অন্তত ৫০০ জন । ইসরায়েলের দাবি গাঁজা থেকে ইসলামিক জেহাদি গোষ্ঠীর চোরা রকেট আঘাত হেনেছে হাসপাতালে । আল-মাগহাজির একটি স্কুলে প্যালেস্টাইন রাষ্ট্রদূতের বক্তব্য গাজার অবস্থা ভূতের সিনেমার মত পুর অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল ।