চেন্নাইয়ের মাঠে নিউজিল্যান্ডের কাছে পরাজিত আফগানিস্তান

গতকাল চেন্নাইয়ের মাঠে নিউজিল্যান্ড রশিদ ও মুজিব কে উপেক্ষা করে ছয় উইকেটে তোলেন ২৮৮ রান ।
দুটি করে উইকেট নেন নবীন এবং আজমাতুল্লাহ । জবাবে আফগানিস্তান ৩৪.৪ ওভারে ১৩৯ রানে সকলে আউট হয়ে যান ,৩টি করে উইকেট নেন ফার্গুসন ও সান্টনার ও বোল্ট নেন দুটি করে উইকেট । ৭১ রান করে ফিলিপ্স ম্যান অফ দি ম্যাচ হন ।