গতকাল চেন্নাইয়ের মাঠে নিউজিল্যান্ড রশিদ ও মুজিব কে উপেক্ষা করে ছয় উইকেটে তোলেন ২৮৮ রান ।
দুটি করে উইকেট নেন নবীন এবং আজমাতুল্লাহ । জবাবে আফগানিস্তান ৩৪.৪ ওভারে ১৩৯ রানে সকলে আউট হয়ে যান ,৩টি করে উইকেট নেন ফার্গুসন ও সান্টনার ও বোল্ট নেন দুটি করে উইকেট । ৭১ রান করে ফিলিপ্স ম্যান অফ দি ম্যাচ হন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...