যাত্রী সংখ্যা তে রেকর্ড গড়লো মেট্রো রেল

কলকাতা শহরে পুজো উপলক্ষে জানজট এড়াতে গত চতুর্থী তেই মেট্রো সূত্রে জানানো হয়ে যাত্রী সংখ্যা ছিল ৭ ,০৬,৬৫৭ জন ।গত পুজো তে মেট্রোতে ৭ লক্ষের গন্ডি পেরোতে অপেক্ষা করতে হয়েছিল ষষ্টি অব্দি ।চতুর্থীর দিন উত্তর -দক্ষিণ মেট্রো,তে ভিড় আরো এক ধাপ এগিয়ে ৭,৫০,০০০ পার করে গেছে ।মেট্রো কর্তৃপক্ষের আশা ষষ্টিথেকে দশমী জনজোয়ার ১০ লক্ষ্য পার করে যাবে ।