কলকাতা শহরে পুজো উপলক্ষে জানজট এড়াতে গত চতুর্থী তেই মেট্রো সূত্রে জানানো হয়ে যাত্রী সংখ্যা ছিল ৭ ,০৬,৬৫৭ জন ।গত পুজো তে মেট্রোতে ৭ লক্ষের গন্ডি পেরোতে অপেক্ষা করতে হয়েছিল ষষ্টি অব্দি ।চতুর্থীর দিন উত্তর -দক্ষিণ মেট্রো,তে ভিড় আরো এক ধাপ এগিয়ে ৭,৫০,০০০ পার করে গেছে ।মেট্রো কর্তৃপক্ষের আশা ষষ্টিথেকে দশমী জনজোয়ার ১০ লক্ষ্য পার করে যাবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...