গতকাল বিকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় গঙ্গার ঘাটে ঘাটে ঢাকের বাদ্যি তে মায়ের নিরঞ্জন শুরু হলো ।পুরসভা সূত্রের খবর মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রতিমা বিসর্জন চলবে আগামী শুক্রবার অব্দি ।পুরসভার পরিসংখ্যান থেকে জানা গিয়েছে খিদিরপুরের দহিঘাট ,বাবুঘাট ,আহিরিটোলা ঘাট ,কুমারটুলি ও হাওড়ার বাজে কদমতলা ঘাটে সব থেকে বেশি প্রতিমা নিরঞ্জন ,পুলিশিনিরাপত্তা এই ঘাটে প্রচুর রাখা হয়েছে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...