৩০ সে সেপ্টেম্বরে পড়ে এমবিবি এস য়ে কোনো ভর্তি বৈধ নয়

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলো প্রতি বছর এমবিবি এস য়ে ছাত্র ভর্তি কড়া যাবে কিন্তু ৩০ সে সেপ্টেম্বরের মধ্যে । যদিও দেখা যাচ্ছে অক্টোবর মাসে অফলাইনে এবং অনলাইনে দেশের বিভিন্ন সরকারি ও মেডিকেল কলেজে ভর্তি হয়েছে একাধিক পড়ুয়া ।তার মধ্যে বেশি সংখ্যক ভর্তি হয়েছে মহারাষ্ট্র ,বিহার এবং পশ্চিমবঙ্গে ।ন্যাশনাল মেডিকেল কাউন্সিল স্পষ্ট জানিয়ে দিলো ৩০ সে সেপ্টেম্বরের পরে কোনো ভর্তি বৈধ বলে গণ্য করা হবেনা ।