রাজ্যের বনমন্ত্রীর সল্টলেকের বিসি ব্লকের ২৪৪ এবং ২৪৫ নম্বর বাড়িতে ইডি হানা দেয় সকাল ৬ টার কিছু পরে । রেশন দুর্নীতি মামলা তে হানা বলে জানা গিয়েছে ।মনে করা হচ্ছে রাজ্যের খাদ্যমন্ত্রী থাকা কালীন ধৃত বাকিবুর রহমানের সঙ্গে যোগাযোগের সূত্রেই এই হানা ।সকাল ৬ টা ১০ নাগাদ ইডির ১০ জন আধিকারিক এই বনমন্ত্রীর বাড়িতে হানা দেয় ,ইডি কর্তারা বর্তমান বনমন্ত্রী নয় প্রাক্তন খাদ্য মন্ত্রিক জিজ্ঞেসাবাদ করছে ,উনার পি এ নাগেরবাজারের বাড়িতে তল্লাশি চলছে ,মোট ৮ টি জায়গায় একযোগে তল্লাশি চলছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...