বাজারে আনাজ কিনতে গিয়ে প্রতিদিন মানুষের পকেটে আগুন লাগছে ।কলকাতা তে গত শুক্র বার পেঁয়াজ বিক্রি হয়েছিল ৬০-৮০ টাকা ,নয়াদিল্লি তে ৫০ টাকা সর্বত্র পেঁয়াজের এই দাম বৃদ্ধি চিন্তা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারের ।ক্রেতা সুরক্ষা মন্ত্রী নিজে বলেছেন যে সারা দেশে খুচরো বাজারে ৫৭% দাম বেড়েছে পেঁয়াজে ।পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে মরিয়া কেন্দ্রীয় সরকার ।
রাজ্য
বিধাননগর মেলা কি বোর্ড য়ে মাতালেন
বিগত ২৫ শে ডিসেম্বর ২০২৪ বিধাননগর মেলার বিকাল ৫ টা ৩০ মিনিটে কি বোর্ড পরিবেশন করে দর্শক দের মনোরঞ্জন করেছেন ৭ বছর বয়েসী শিশু...