গতকাল চেন্নাইয়ের মাঠে টান টান উত্তেজনার ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে জয়ী হয় ।চেন্নাইয়ের মাঠে
৪৭.২ ওভারে পাকিস্তান ব্যাট করে তোলে ২৭০ রান ।সর্বাধিক রান তোলেন বাবার ৫০ ও শাকিল ৫২।দক্ষিণ আফ্রিকার শামসি ৬০ রানে ৪ উইকেট নেন ।জবাবে দক্ষিণ আফ্রিকা ৪৭.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭১ রান তোলেন ,তাদের হয়ে ৯১ রান করেন মার্ক রাম ,ম্যাচের সেরা হন শামসি ।