দেশের তেল উৎপাদনে কর বাড়লো ও কমলো

তেল সংস্থা গুলি তেল উৎপাদন ও রফতানিতে পরে পাওয়া মুনাফা তে তেলের উপরে বাড়তি কর ফের বদল করলো কেন্দ্র ।তারা জানাচ্ছেন বুধবার থেকে রাষ্ট্রায়াত্ব ও এনজিসি সহ আরো যেইসব সংস্থা দেশে অশোধিত তেল উৎপাদন করে তাদের প্রতি টনে কর হচ্ছে ৯৮০০ টাকা যেটা আগে ছিল ৯০৫০ টাকা । তবে ডিজেল রফতানি তে কর লিটারে ৮ টাকা থেকে কমে হয়েছে ২ টাকা ।বিমান জ্বালানিতে কর লিটারে ১ টাকা থেকে কমিয়ে শুন্য করে দেওয়া হয়েছে ।