গতকাল ইডেন উদ্যানে গ্রপ লীগের খেলা তে ভারত ২৪৩ রানে পর্যদুস্ত করে দক্ষিণ আফ্রিকা কে । ১০১ রান করে নট আউট থেকে তার ৪৯ তম সেঞ্চুরি করেন বিরাট কোহলি এবং হন ম্যান অফ দি ম্যাচ ।প্রথমে ব্যাট করে ভারত করে ৩২৬ রান ।৭৭ রান করেন শ্রেয়াস আইয়্যার ।জবাবে দক্ষিণ আফ্রিকা ২৭.১ ওভারে ৮৩ রানে সকলে আউট হয়ে যান,জাদেজা ৩৩ রানে ৫ উইকেট নেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...