গতকাল মুম্বাইয়ের মাঠে বিশ্বকাপের লীগের খেলাতে আফগানিস্তান প্রথমে ব্যাট করে ৫ উইকেটে তোলে ২৯১
রান ।জাদরান নট আউট থাকেন ১২৯ রানে ,জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারায় ৯১ রানে এবং নিশ্চিত পরাজয়ের মুখে পরেন ।সেইখান থেকে অবিশ্বাস্য ব্যাটিং করে গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামিংস জুটি অস্ট্রেলিয়ার রান কে নিয়ে যান ২৯৩ রানে ৭ উইকেটের বিনিময়ে ।ম্যাক্সওয়েল ম্যান অফ দি ম্যাচ হন ।