আগামী রবিবার দীপাবলির দিন মুক্তি পাচ্ছে সলমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার ৩। সারা দেশ জুড়ে প্রায় ৩ লক্ষ্যের ও বেশি টিকিট অগ্রিম বুকিং হয়ে গিয়েছে ,টাকার পরিমান প্রায় ৮ কোটি টাকা ।মনীশ শর্মা পরিচালিত এই ছবিটিহিন্দি ছাড়াও তেলুগু ও তামিল ভাষা তে মুক্তি পাবে প্রযোজনা সংস্থা যশরাজ ফ্লিমসের আশা ,টাইগার ৩ অভিনেতা সলমান কে আবার ফিরিয়েআনবে নিজের জায়গায় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...