উত্তর দমদম পুরসভা ও পুলিশ এক যোগে প্রচার চালাবে শব্দ বাজির বিরুদ্ধে

শব্দ বাজির দাপট ঠেকাতে পুলিশের পাশাপাশি এই বার পাড়ায় পাড়ায় প্রচার চালাবে উত্তর দমদম পুরসভার তরফ থেকে এই প্রচার চলবে ওয়ার্ডে ওয়ার্ডে ।এই ছাড়াও একটি নজরদারি দল তৈরি করা হচ্ছে যারা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে নজরদারি চালাবে ।একটি হেল্পলাইন দেওয়া হয়েছে নাগরিক দের যাতে অসুবিধা দেখলেই তারা যেন সেইখানে ফোন করে জানান ।