বিধাননগরে ভূত চতুর্দশী সকাল থেকেই পাড়ায় পাড়ায় শব্দ বাজি প্রাচীর ফেটেছে তাতে অতিষ্ঠ হয়ে পরেন নাগরিক রা । জানা যাচ্ছে বিধাননগরে কাউকে বাজি বিক্রির অনুমতি দেওয়া হয়নি কিন্তু আলো বিক্রির আড়ালেই শব্দ বাজি বিক্রি হচ্ছে ।সল্টলেকের দত্তাবাদ ,বৈশাখী ,এবং রাজারহাটে শব্দবাজি বিক্রি হচ্ছে বলে জানা যাচ্ছে ।উল্লেখ্য শুক্রবার নারায়ণ পুর থানা তে এক ব্যক্তির বাড়ি থেকে ৪৫ কেজি শব্দ বাজি আটক করা হয় ।
রাজ্য
আর অপব্যবহার করা যাবেনা কেপি স্টিকার
কলকাতা পুলিশের নিজস্ব অথবা ভাড়ার গাড়ি যাই হোক না কেন তাতে কেপি স্টিকার লাগানো থাকে ।আবার পুলিশ কর্মীরা তাদের নিজস্ব গাড়িতে কেপি স্টিকার ব্যবহার...