কলকাতা পুরসভা নিজের পায়ে দাঁড়াতে সম্পত্তি কর আদায়ে জোর দিচ্ছে

২০২২-২৩ অর্থবর্ষে গত বছরের অক্টোবর অব্দি কলকাতা পুরসভার সম্পত্তি কর আদায় হয়েছিল ৮০০ কোটি টাকা ।চলতি বছরের অক্টোবর অব্দি সেটি বেড়ে দাঁড়িয়েছে ১০৪০ কোটি টাকা অর্থাৎ ৩০% বৃদ্ধি পেয়েছে ।এতেও সন্তুষ্ট নন কলকাতার মেয়র ,তার লক্ষ্য আগামী মার্চে শেষ হতে চলা অর্থ বর্ষে ১০০% সম্পত্তি কর আদায় করতে হবে কলকাতা পুরসভা কে ,তিনি বলেন সব মিলিয়ে কর খেলাপিদের কাছ থেকে ৪০০০ কোটি টাকা উদ্ধার করতে হবে ।